স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের বিন্নাটি সুফিয়া মান্নান গণ-গ্রন্থাগারেরর আয়োজনে বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঁইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় নেতৃবৃন্দের জীবনীর উপর রচিত বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন শুক্রবার বিন্নাটি সুফিয়া মান্নান গণ-গ্রন্থাগারের আয়োজনে এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন, মোঃ মোবারক হেসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন, মোঃ আফতাব উদ্দিন গোলাপ, সভাপতি, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার,মোঃ ওয়ালিউল্লাহ্ এমদাদ, কোষাধ্যক্ষ মাও. মোঃ হুমায়ূন কবির,
মাও. মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সুপার, বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জিয়াউল হক বাতেন পাঠাগারের সভাপতি জিয়াউল হক বাতেন,জ্ঞান তীর্থ পাঠাগারের সভাপতি আলমগীর অলিক প্রমুখ।
প্রতিযোগীতায় অংশ নেন, আউলিয়াপাড়াফাজিল মাদ্রাসা, হাজী আব্দুল গনি কারিগরি স্কুল এন্ড কলেজ,নোহার আলিম মাদ্রাসা, আর এস আইডিয়াল কলেজ,কামালিয়াচর উচ্চ বিদ্যালয় চৌদ্দশত উচ্চ বিদ্যালয়,সুলতানপুর নুরুল উলুম মাদ্রাসা,খোরশেদ উদ্দিন ভূঁইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের শিক্ষকবৃন্দ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
পাপ্র/সুআআ