শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমিকাকে হত্যা; পাকুন্দিয়ার যুবক জাহাঙ্গীরের যাবজ্জীবন
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:৩৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ নরসিংদীতে ইয়াছমিন আক্তার রিতা (৩৩) নামের প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক আ. ন. ম ইলিয়াস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের উসমান গনির ছেলে। নিহত ইয়াছমিন আক্তার রিতা একই জেলার ভৈরব উপজেলার শ্রীনগর এলাকার কবির মিয়ার মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, পলাশ উপজেলার তারগাঁও ব্র্যাক অফিসের বাবুর্চি ৩৩ বছর বয়সী ইয়াছমিন আক্তার রিতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২৫ বছর বয়সী জাহাঙ্গীর আলমের। চাকরির সুবাদে ব্র্যাক অফিসের ভেতরেই বসবাস করতেন বাবুর্চি ইয়াছমিন আক্তার রিতা। প্রেমিক জাহাঙ্গীর আলম ঢাকার কেরানীগঞ্জে চাকরি করতেন। প্রেমের টানে প্রায়ই পলাশের তারগাঁও ব্র্যাক অফিসে যাতায়াত ছিল জাহাঙ্গীর আলমের। পরবর্তীতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও রিতাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল জাহাঙ্গীর আলম।

২০২২ সালের ৭ অক্টোবর কোনো এক ছুটির দিনে গোপনে ব্র্যাক অফিসের ভেতরে দুজন রাত কাটানোর পর রিতাকে পেটে ছুরিকাঘাতে আহত করেন প্রেমিক জাহাঙ্গীর আলম। এ সময় তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় চিকিৎসক রিতাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিতা মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই রাজু মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ অক্টোবর পলাশ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্তের পর আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়।

এসআর/পাপ্র

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ