পাটুয়াভাঙ্গা মহিষবেড় উত্তরপাড়া জামে মসজিদ পাঠাগারের শুভযাত্রা নবগঠিত কমিটির মাধ্যমে শুরু হয়।গতকাল বাদ মাগরিব উক্ত মসজিদের সভাপতি এনায়েত হোসেন ইকবাল ও সাবেক সভাপতি রুহুল আমীনের আনুষ্ঠানিক ঘোষণায় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন ফরহাদ উদ্দিন ও সাধারন সম্পাদক নির্বাচিত হন ইমাম হোসেন। উক্ত পাঠাগারের সহ সভাপতি যথাক্রমে রায়হান উদ্দিন রানা,সারোয়ার জাহান,জাকির হোসেন।সহ-সম্পাদক যথাক্রমে মোঃ সোহাগ মিয়া ও আশরাফুল ইসলাম রুপক।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন মোঃ জিয়াউর রহমান ফয়সাল, সহ-সাংগঠনিক মোঃ মামুন মিয়া,অফিস সম্পাদক মোঃ রাসেল মিয়া,সহকারী মোঃ শাহিন,অর্থ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সহকারী তুষার আবব্দুল্লাহ,সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান নাদিম,সহকারী আজিজুল হক সুমন ও শাকিল সজিব ও রিফাত মিয়া।প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ ও সহকারী মোঃ মেরাজ ও সাদ্দাম হোসেন।প্রচার সম্পাদক মোঃ মুরাদ, সহকারী জিসান ও তুহিন।স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ শুভ চৌধুরী ও সহকারী মোঃ সজল মিয়া।শিক্ষা সম্পাদক মোঃ রাসেল মিয়া ও সহকারী মোঃ আজিজুল হক।সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ও সহকারী মোঃ সাঈম। ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল মিয়া ও সহকারী মোঃ হৃদয়,মোঃ নাছির ও মোঃ সুজন এছাড়া ও কর্যকরী সদস্য হিসেবে আছেন সুমন,মাছুম, ইমরুল কায়েস রাকিব, শামীম, শফিকুল, সাইফুল , মামুন, কাওছার ও ইসমাইল।
কমিঠি গঠন শেষে মূল্যবান বক্তব্য করোনা পরিস্থিতিতে পৃথিবী সুস্থ হওয়া ও সার্বিক কল্যানে দোআ পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম সুলতান আফজাল আইয়ূবী।এ সময় এতে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোঃ ফারুক মিয়া, মসজিদের খাদেম হাবিবুর রহমান সহ গ্রামের গুণী ব্যক্তিবর্গ।