গোলাপ আমিনের ছড়া….
লিখব আমি শহীদ বানান
গোলাপ আমিন
বাংলা ভাষার প্রতিটি বর্ণে
অধিকারের রক্ত আছে,
রাজনীতি নয় ভাষার প্রশ্নে
তাইতো অবিভক্ত আছে।
কূটকৌশলে দেশটা শাসন
করতেছিল পাকিস্তানি,
এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়
তরুণেরা, আমরা জানি।
অধিকারটা ক্ষুণ্ন হওয়ায়
বুক ফুলিয়ে পথে নামে,
বাংলা ভাষার মর্যাদাকে
রক্ষা করে রক্ত-ঘামে।
ভাষার মান ও মর্যাদাটা
এখন একটু ক্ষুণ্নতা প্রায়,
সঠিক বানান-ভাষা যেন
দিনে দিনে পূর্ণতা পায়।
‘শহিদ’ নাকি ‘শহীদ’ হবে
বানান নিয়ে শংকা আছে,
‘শহীদ’ বানান লেখা দেখুন
দুই টাকার নোটের পাছে।
বানানের বিভ্রান্তি মুছতে
তাইতো আমি ‘শহীদ’ লিখি,
‘শহীদুল্লাহ্’ লিখতে পারলে
আমার লেখা আছে ঠিক-ই।
২১.০২.২০২৪, সকাল: ৮:০০টা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ