হুমায়ূন কবির : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উত্তর রূপসা নবীন যুব সংঘের আয়োজনে আদর্শ সমাজ বনাম নবীন যুব সংঘ দলের ফ্রি টেলিভিশন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রূপসা চৌরাস্তা সংলগ্ন মাঠে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম মুন্না।
খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন নাসির। বিশেষ অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জসিম উদ্দিন, বানিয়াগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল আহম্মেদ প্রমুখ।
আদর্শ সমাজ দলের খেলোয়ারগন হচ্ছেন মো. মাহফুজ পাঠান, মো. জারিফ হোসেন, মো. আজিজুল হক, মো. সমশেদ, মো. নয়ন মিয়া, মো. সজিব মিয়া, মো. আজিজুল, মো. ইকরাম হোসেন, মো. টিটু মিয়া, মো. রহিম।
নবীন যুব সংর্ঘের খেলোয়ারগণ হচ্ছেন মো. ইকবাল হোসেন, মো. রনি মিয়া, মো. নকিবুল্লাহ, মো. হাসান, মো. মিনহাজ মিয়া, মোজাফফর হোসেন, মো. মেহেদী হাসান, মো. রায়হান, মো. বাইজিদ মিয়া, আনোয়ার হোসেন, মো. রিফাত হোসেন।
আদর্শ সমাজ দল নবীন যুব সংর্ঘকে পরাজিত করে জয় লাভ করেন।
পাপ্র/সুআআ