নির্বাচনে সহায়তাকারীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এমন নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে সহায়তা করার জন্য জরুরি ভিত্তিতে প্রতি ওয়ার্ডে কয়েকজন পুরুষ ও মহিলা স্ব-স্ব ওয়ার্ডের জন্য স্বল্পকালীন নির্বাচন সহায়তাকারী নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত নির্বাচন সহায়তাকারীকে যথাযথ সম্মানী দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষকতা যোগ্যতা এইচএসসি চাওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপিসহ আগ্রহীদের ২০ ডিসেম্বর বেলা ১১টায় সরাসরি পাকুন্দিয়া সদর ঈদগা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সহায়তাকারীদের ২৫ ডিসেম্বর কাজে যোগ দিতে হবে। ৭ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতেতে হবে।
বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্রপ্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, আমি তো বিএনপির না। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। অল্প সময়ে তো আর কর্মী হয়ে যাবে না। তাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি।
-সূত্র: জাগো নিউজ