ডেস্ক রিপোর্ট: ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪)।
হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম: ৮৫৪)
হাদিসের আলোকে জুমার দিনে মুসলিম উম্মাহর করণীয় বিশেষ কিছু আমল রয়েছে এবং সেগুলো অনেক ফজিলতপূর্ণ। নিচে জুমাবারের ১১টি গুরুত্বপূর্ণ সুন্নত উল্লেখ করা হলো।
১) গোসল করা।
২) উত্তম পোশাক পরিধান করা।
৩) সুগন্ধি ব্যবহার করা।
৪) জুমার আজান হলে বেচাকেনা বন্ধ করা।
৫) দ্রুত মসজিদে যাওয়া।
৬) পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৭) তাহিয়্যাতুল মসজিদ আদায় করা।
৮) মনোযোগের সঙ্গে খুতবা শোনা এবং জুমার নামাজ আদায় করা।
৯) বেশি বেশি দরুদ পাঠ।
১০) সুরা কাহাফ সম্পূর্ণ বা শেষ ১০ আয়াত তেলাওয়াত করা।
১১) দোয়া কবুলের দিনে দোয়ার প্রতি মনোনিবেশ করা।
(আবু দাউদ: ৩৪৩, ১০৪৭; ১০৪৮; সুরা জুমা: ৯; বুখারি: ৯২৯, ১১৬৭; আমালুল ইয়াওমি ওয়াল লাইল: ৯৫২; সহিহ তারগিব: ১৪৭৩; আদাবুল মুফরাদ: ১০৯৪)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিনের সুন্নত আমলগুলো নিয়মিত করার এবং জুমার দিনের মতো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তাওফিক দান করুন। আমিন।
পাপ্র/সুআআ