স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিএনপির সমাবেশের মধ্যে কাকরাইল ও নাইটেঙ্গেল মোড়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনায় পাকুন্দিয়া উপজেলার ২ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক জজ ও পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।
এ বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, ‘আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছিলাম। দুপুরে সংঘর্ষে রূপ নেয় পল্টন এলাকা। এক একজন ছত্রভঙ্গ হয়ে যাই। পরে আমিনুল হক জজ ও হাজী জসিমকে শাহাজানপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ’।
এ দিকে শনিবার বেলা ২ টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকে কাকরাইলসহ পুরো নয়া পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ রাজধানীর নাইটিঙ্গেল মোড়ও অতিক্রম করেনি। তারা কিভাবে এই সমাবেশ পণ্ড করল?ওরা (বিএনপি) পুলিশের ওপর হামলা করেছে।
শাহরিয়া হৃদয়/পাপ্র