
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট এসোসিয়েশন অব গ্রাজুয়েট প্রফেশনাল’স এর আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শনিবার বিকেলে পুলেরঘাট তাসলিমা মেমোরিয়াল কলেজ মিলনায়তনে এ কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও করিমগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ূন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান, সিনিয়র এ এস পি (সিআইডি) ও তাসলিমা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ, তাসলিমা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুনাইমুল হক, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জোটন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বরেণ্য শিক্ষাবিদগনসহ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে স্থানীয় গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয় ও পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পাপ্র/সুআআ