পাকুন্দিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এর পরামর্শে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধা পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন বৃক্ষ রোপনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, আমাদের সমাজে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আর তাই সুযোগ থাকলে প্রয়োজনমত সকলকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। তবেই সবুজ শ্যামল বাংলা গড়ে উঠবে।
কর্মসূচীতে জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ আ,জ,ম আকরাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য বদরুল অালম বাচ্চু, ডাঃ নূরুল হক খান আতাব, হুমায়ুন মাষ্টার ছাত্রলীগ নেতা শাকিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।