শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ

খায়রুল ইসলাম : পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ছয়জন অস্বচ্ছল মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এবং নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ