হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী “জাতীয় শোক দিবস” ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শোক দিবস” ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-এ-আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নাজিবুল হক আতিকুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, নারান্দী ইউপি চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন, শ্রমীক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, উপজেলা টিকাদার সমিতির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত হয়।