পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এ সময় এতে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ