শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাগড়া গ্রামের রাস্তা-ঘাট উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত
/ ৯৩ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ

পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা উনিয়নের ঘাগড়া গ্রামের বেশীরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায়, উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসী এক আলোচনা সভা করেছে।

(১৫ জুলাই) শনিবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৮২নং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি  মোঃ সুমন আহমেদ এর সঞ্চালনায় শাহ আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এই গ্রামের কৃতি সন্তান- কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মিলন। আব্দুল মোমেন মাস্টার, পুলেরঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী খুরশিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামি ব্যাংক কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মাওলানা ইব্রাহীম আনোয়ার, শফিকুল ইসলাম (নয়ন) মাষ্টার, প্রবাসী হাবিবুর রহমান লিটন, নজরুল ইসলাম,  ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার  ইছব আলী ও আব্দুল হাই প্রমুখ।

বক্তারা বলেন- উন্নয়নের দিক থেকে এ উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন চন্ডিপাশা, আর চন্ডিপাশা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে ঘাগড়া। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সবচেয়ে খারাপ যাতায়াত ব্যবস্থা। বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। গ্রামের যে দিকেই যাওয়া যায় কাদা আর কাদা। বেশীরভাগ রাস্তা পুকুর গর্ভে বিলিন হয়ে গেছে। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বৃষ্টির দিনে স্কুল কলেজে যেতে পারে না। রোগী নিতে হলে গ্রামের ভিতর এম্বুলেন্স আসতে পারে না।

গ্রামবাসী এই এই দুঃখ-দুর্দশা থেকে বের হয়ে আসার জন্য কিশোরগঞ্জ-২( পাকুন্দিয়া – কটিয়াদি)’র সাংসদ  নূর মোহাম্মদ এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ