
শাহরিয়া হৃদয় : সঠিক দাম না পেয়ে গরু নিয়েই পাকুন্দিয়ায় ফিরে আসতে শুরু করেছেন গরুর বেপারীরা। তাদের চোখে মুখে এখন রাজ্যের হতাশা। সারা বছর যে স্বপ্ন নিয়ে প্রতীক্ষায় ছিলেন কোরবানি ঈদের আশায়। এরই মধ্যে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মহাসড়ক গুলোতে দেখা যায় বেপারীদের হতাশার চিত্র।
ঢাকার বিভিন্ন হাটে খবর নিয়ে জানা যায়, সময় গড়ানোর সঙ্গে কমছে গরুর দাম।
পাকুন্দিয়ার জাঙ্গালিয়ার ব্যাপারি আশাবুদ্দিন ২০ টি গরু নিয়ে ঢাকায় গিয়েছিলেন। বিক্রি হয়েছে ৭ টি। আর ১৩ টি বিক্রি হয়নি। যেগুলো বিক্রি করেছেন সেগুলোও লাভে বিক্রি করতে পারেননি। তবে দেশি প্রজাতির গরু হওয়াতে একেবারে পানির দামে ছাড়ছেন না তিনি।
পাকুন্দিয়া প্রতিদিনকে তিনি বলেন, এসব গরু ঈদের পরেও বিক্রি করা যাবে। রাত ১২টা থেকেই ট্রাকযোগে গরু ফিরিয়ে নিতে শুরু করেন তিনি।
সুখিয়ার বেপারী তাহের ও কালাম ১৬টি গরু নিয়ে গিয়েছিলেন হাটে। তারা জানান, প্রথম দিন ৪টি গরু কিছুটা লাভে বিক্রি করি। কিন্তু সোমবার দুপুরের পর থেকেই বাজারে ধস নামে। সময় যতো গেছে দাম তত কমছে। তবে আমাদের গরু গৃহস্থের গরু হওয়াতে পরেও বিক্রি করা যাবে। অবিক্রিত ৬টি গরু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। তবে ব্যবসায় জন্যে করা ঋণের অর্থ শোধ করবেন কিভাবে ভেবে পাচ্ছেন না দুই অংশীদার ব্যবসায়ী।
পাপ্র/সুআআ