স্টাফ রিপোর্টার: মাসব্যাপী বৃক্ষ রোপণ কার্যক্রমের প্রকল্প হাতে নিয়েছে ঊষার আলো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২২ জুন) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।
ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়া জানান, ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর ইউনিয়ন জুড়ে ১ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণের মধ্যে এর উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে।
বৃক্ষ রোপণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক বিভাগের সহপরিচালক আজিজুল হক সুমন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিয়া মুন্সি, ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জহির রায়হান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষার আলো ফাউন্ডেশনের সেক্রেটার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ঊষার আলো ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাসেল/এসআর/পাপ্র