পাকুন্দিয়ায় বজ্রপাতে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু
স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের লাউতলীতে বজ্রপাতে এক ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে লাউতলী বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো: হেদায়াতুল্লাহ (২০) আদিত্যপাশা গ্রামের গোলাপ মিয়ার ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি।
স্থানীয়রা জানান, হেদায়াতুল্লাহ বিদ্যুৎ এর কাজ করতো, বিদ্যুৎ এর কাজের জন্য মঠখোলা বাজার থেকে বৈদ্যুতিক তার নিয়ে বাড়ি ফিরছিলো,পরে লাউতলী থেকে ফসলী জমি দিয়ে বাড়িতে যাওয়ার পথে তার উপর বজ্রপাত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এগারসিন্ধুর ইউপি সদস্য জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শনিবার সকাল ১০:০০ টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ