স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুল ইসলাম (১৯) নামে একজন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার সুখিয়া বাজার সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পয়ত্রিশ কাহন গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে এবং তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছ’আদুল উলুম ক্বওমী ইউনিভার্সিটির শরহেবেকায়া/আলিমের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে সে নিজ বাড়ি হতে সাইকেল যোগে মাদরাসায় যাওয়ার পথে পাকুন্দিয়া-কিশোরগঞ্জের আঞ্চলিক মহাসড়কের সুখিয়া বাজার সংলগ্নে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশা ড্রাইভার আহতাবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি হলে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরণ করলে মোঃ তৌফিকুল ইসলাম কে সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
পাপ্র/সুআআ