পাপ্র ডেস্ক: কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কালটিয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান জান্নাতুল কোয়ালিটি কারখানা হতে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ধ্বংস সহ নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেছে র্যাব-১৪, সিপিসি-০২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভ্রাম্যমান আদালত।
কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কালটিয়া বাজার এলাকায় আব্দুল কাদির এর মালিকানাধীনি এ নূর আইসক্রিম কারখানাটি দীর্ঘদিন যাবৎ অনুমোদনবিহীন ভাবে ও নোংরা পরিবেশে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক ভেজাল আইসক্রিম উৎপাদন করে আসছে। র্যাবের সহায়তায় উক্ত প্রতিষ্ঠানটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় এর সহকারি পরিচালক,হৃদয় রঞ্জন বনিক এবং শংকর চন্দ্র পাল, জেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অধিদপ্তর ,কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
অভিযানে তিনি উপরোক্ত আলামত ধ্বংস সহ উপরোক্ত প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় নগদ ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
পাপ্র/সুআআ