ডেস্ক রিপোর্ট: ‘স্বদেশ ইংলিশ লার্নিং এইড’ এর এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলমের নিজ বাড়ি চরটেকী বানিয়া বাড়িতে ১৮ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা অনার্স এন্ড মাস্টার্স ছাত্রকল্যাণ সংগঠনের সাবেক সভাপতি এমএস আল-মামুন এর সভাপতিত্বে ও মুকসুদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক আমির খসরু, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক দিদারুল হোসেন রাজন, আইয়ুব হেনা পলিটেকনিক ইন্সটিটিউট এর আর্কিটেকচার বিভাগের প্রধান মনিরা সুলতানা, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ট পলাশ প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরাঞ্চল তথা প্রান্তিক এলাকার (চরটেকী) পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য আলোর বাতিঘর হিসাবে কাজ করে যাচ্ছে স্বদেশ লার্নিং এইড এর পরিচালক, এম. জাহাঙ্গীর আলম (এমএসসি)। নামমাত্র বিনিময়ে এলাকার পিছিয়ে পরা ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন যাবৎ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি।যে কারনে সকল শ্রেণি-পেশার অভিভাবকরা অত্যন্ত খুশি তার প্রতি, বিশেষ করে দরিদ্র শ্রেণির মানুষ। প্রীতিভোজ এবং দোয়ার মাধ্যমে শেষ হয় আজকের আয়োজন।
পাপ্র/সুআআ