বুরুদিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুল মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. সাব্বির হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান মঞ্জু।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. ইমাম হোসেন মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জুয়েল, সালুয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাকসুদুর রহমান রুবেল, কবি ও ছড়াকার গোলাপ আমিন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সোহেল।
ছাত্রীদের মধ্যে যৌথভাবে বিদায়ী সংগীত পরিবেশনে অংশগ্রহণ করে নওরীন, ঝুমা, কোহিনুর, ইতি ও জান্নাতুল। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- সুইটি আক্তার, সুমাইয়া আক্তার, নীলিমা আক্তার নওরীন, সুমাইয়া আক্তার ঝুমা।
শিক্ষকমণ্ডলির মধ্যে উপস্থিত ছিলেন সোনিয়া আক্তার, মো. সজীব মিয়া, ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা আবু জাফর ইয়াসিন নূরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের পরিচালক ডা. এমএ বাতেন।
পাপ্র/সুআআ