স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবের দাম্মামে গ্যাসের ট্যাংক বিষ্ফোরণে পাকুন্দিয়ার যুবক আব্দুল্লাহ আল মামুনের (২৭) মৃত্যু হয়েছে।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাল আল মাসুম উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আব্দুল কাদিরের বড় ছেলে।
নিহত আব্দুল্লাহ আল মাসুমের বাবা আব্দুল কাদির জানান, আট মাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠায়েছি। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন মাসুম।
আজ সকালে মাসুমের রুমমেট রুবেল মিয়া মোবাইল ফোনে জানায় রাতে নাইট ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক বিষ্ফোরণ হয়ে ঘটনার স্থলেই সে মারা যায়।
তিনি আরো বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।’
তাঁর মৃত্যুর সংবাদ শোনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাপ্র/এসআর