নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহাসিক পোড়াবাড়ীয়া মেলা বাজার ঈদগাহ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সম্প্রীতি পোড়াবাড়ীয়া’র উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মেইলের জেলা প্রতিনিধি এস এম রায়হানের সঞ্চালনায় ও টোয়েন্টি টেক ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের সিইও ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর প্রোগ্রাম প্রোডিউসার কিবরিয়া সারওয়ার রোমান, জিনারাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন, জাঙ্গালিয়া কলেজের প্রভাষক নাদিম ইসলাম, চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধ এসকে রাসেল, নারান্দী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য হাসানুজ্জামান হাসেন, যুবনেতা ডাক্তার রুমেন প্রমুখ।
এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় পোড়াবাড়ীয়া গ্রামের দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তারা গ্রামের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পাপ্র/ সুআআ