কিশোরগঞ্জ প্রতিনিধি :পাকুন্দিয়া স্টুডেন্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ (পিসাক) অনলাইন ভিত্তিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরষ্কার এবং ইফতার অনুষ্ঠিত।
বুধবার (১২ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগারে পিসাকের উপদেষ্টা প্রফেসর রেহাছ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও ইফতার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসাইন,প্রভাষক এইচ এম মাহফুজ ,প্রভাষক এনামুল হক,জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন।পিসাকের পক্ষে স্বাগতিক বক্তব্য রাখেন পিসাকের সভাপতি রেজায়ের রাব্বি।এ সময় উপস্থিত ছিলেন বর্তমান, সাবেক সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিজয়ী ও তাদের অভিভাবকবৃন্দ।
পবিত্র রামজান মাস উপলক্ষে প্রহেলা রমজান থেকে মধ্য রমজান পর্যন্ত অনলাইন ভিত্তিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করে পাকুন্দিয়া স্টুডেন্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ (পিসাক)।দুইটি ক্যাটাগরিতে (স্কুল ও কলেজ পর্যায়) ১ম,২য় ও ৩য় সহ তিনজন এবং বিশেষ বিবেচনায় পরবর্তী পাঁচ জনকে পুরষ্কিত করা হয়।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসাকের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন।
পাপ্র/সুআআ