
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ভূমিহীন-গৃহহীন ২২ টি পরিবার।
২২ মার্চ (বুধবার) সারাদেশের ৩ হাজার ৩৬৫ জন অসহায় ভূমিহীন-গৃহহীন পরিবার কে চুতর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার ২২ টি ঘর উদ্বোধন করা হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধন শেষে পাকুন্দিয়া উপজেলার ২২ জন ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ঘরের কাগজপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক কিশোরগঞ্জ (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ নিয়ে এই উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ হাসান সুমন , পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, মুজিব রহমান, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নাজিবুল হক আতিকুল্লাহ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ।
পাপ্র/এসআর