বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সি ওই শিশু শিক্ষার্থীকে প্রতিবেশী শফিকুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাব দিতেন। কিন্তু কোনো অবস্থাতেই বাগে আনতে পারছিলেন না শফিক।

২০২১ সালের ২০ আগস্ট রাতে ওই শিশু প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ওতপেতে থাকা শফিক তার মুখ চেপে ধরে একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করেন। দীর্ঘ সময় পরও ঘরে ফিরতে না দেখে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে এক ঝোঁপের আড়ালে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন স্বজনরা। এ সময় ডাকচিৎকার শুনে জড়ো হওয়া গ্রামবাসী ধর্ষক শফিকুলকেও হাতেনাতে ধরে ফেলেন।

এ ঘটনায় পরদিন ২০২১ সালের ২১ জুলাই শিশুটির মা বাদী হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

 

পাপ্র/এসআর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ