শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজলদীতে বিধবা ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ প্রদান
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ

জাহিদ হাসান মুক্তার
পাকুন্দিয়ার আজলদীতে ডা.শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা ও গরীব দুঃস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকালে উপজেলার বড় আজলদী গ্রামের ডাক্তার বাড়ি থেকে ৫৪ জন বিধবা ও ১৩ গরীব দুঃস্থদের মাঝে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরীব,অসহায় ও বিধবা মহিলাগন এ  ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শহীদুল্লাহ এর হাত থেকে ভাতা গ্রহণ করেন।

ডা. শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে গরীব ও অসহায়দের জন্য খাদ্য ও চিকিৎসা ভাতা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আর্থিক সেবা প্রদান করা।

“ডা. শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ডা. শহীদুল্লাহ এঁর কাছে এ সংগঠনের  ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন – সেবামূলক যে সকল কার্যক্রম চালু আছে তার পাশাপাশি একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। এদেশের ছেলে-মেয়েরা কারিগরি শিক্ষা গ্রহন করে বিদেশে গিয়ে যাতে বিড়ম্বনার শিকার না হয়।

আর সমাজের বিত্তবানদের কাছে একটা মেসেজ দিতে চাই -নিজে ভালো থাকুক, প্রতিবেশীকে ভালো রাখুন। তবেই দেশ ভালো থাকবে।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ