বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দিশারীর ১৯ বছর পূর্তিতে গজল সন্ধ্যা অনুষ্ঠিত
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : সাহিত্য সংস্কৃতির উর্বরভূমি কিশোরগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের ১৯ বছর পূর্তিতে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির সভাপতি মুফতি শরীফ জামীর সভাপতিত্বে গজল পরিবেশন করেন দেশের খ্যাতনামা ইসলামী সংগীত তারকা আসহাব উদ্দিন আল আজাদ, বিশেষ আকর্ষণ ছিলেন বিনোদন বন্ধু খ্যাত মহিউদ্দিন হাসান খান (খান সাহেব), এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাও: মুহাম্মদুল্লাহ জামী, মাও: শফিকুল ইসলাম, মাও: আব্দুল্লাহ সাদেক, বিশিষ্ঠ লেখক, আলেম মাও: যুবায়ের আহমাদ।

দিশারীর নির্বাহী পরিচালক ও মসজিদে হামিদার খতিব মুফতি মাছুম জামীর সার্বিক দিক-নির্দেশনা ও কবি সুলতান আফজাল আইয়ূবীর উপস্থাপনায় গজল পরিবেশন করেন দিশারীর সহযোগী পরিচালক জাহাঙ্গীর হোসাইন আব্বাদী, সাঈদ বিন সাঈফসহ দিশারীর সিনিয়র, কিশোর ও শিশু শিল্পীরা।

এ গজল সন্ধ্যায় বিকেল থেকেই অডিটোরিয়ামে আলেম,শিক্ষাবীদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বসাধারন উপস্থিত ছিলেন।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ