আজিজুল হক সুমন
একে একে অনেকেই চলে যাচ্ছে তার চূড়ান্ত গন্তব্যে,
তুমি আমি আছি স্টেশনে কখন জানি ডাক পড়বে!
একটু ভাবো আসলে কে তুমি কোথায় ছিলে কোথায় যাবে!
যেতে তোমাকে হবেই মানুষ কেউ নাহি রেহাই পাবে!
আজ শুনছো অমুক গেলো কাল শুনবে তমুক এটাই চরম বাস্তবতা,
পরশুতে যে তুমি যাবে না এটার নেই কোনো নিশ্চয়তা।
এসেছি মোরা একই পথ দিয়ে যাবো একই পথে আগে পিছে হয়ে,
মাঝখানের ঐ সময়টুকু চলো কাটাই মানুষ হয়ে মানুষের পাশে রয়ে।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মাফ করে দিবো আপনজনা হয়ে,
বন্ধু হয়ে থাকব পাশে পালাবো না বন্ধুকে বিপদে তয়ে।
গন্তব্য মোদের একই জায়গায় টিকিট নিয়েছি সবাই,
সময়মত ছাড়বে গাড়ি চড়বে তুমি পাবে নাকো রেহাই।
এখনই সময় মিলে যাবার ভুল বুঝাবুঝির হবে অবসান,
তবেই যতদিন বাঁচবে ততদিন পাবে তুমি শান্তির আহবান।
কারও স্বপ্ন বড় হবার কারও স্বপ্ন শুধুই বেঁচে থাকার,
কিছু কথা কিছু স্বপ্ন থেকেই যাবে করবে শুধু হাহাকার।
যেহেতু তুমি আমি আমরা সবে একই গন্তব্যের যাত্রী,
চলো বন্ধু একই স্টেশনে থেকে গড়ে তুলি নির্মল এক মৈত্রী।।