করোনায় আক্রান্ত হয়ে নবনিযুক্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের স্ত্রী জেবুন্নেসার ইন্তেকাল

কিশোরগঞ্জের গর্ব নবনিযুক্ত স্বাস্থ্য সচিব জনাব মোঃ আবদুল মান্নানের স্ত্রী জেবুন্নেসা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন। শনিবার (১৩ জুন) দিনগত মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাস সংক্রমিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানান, কামরুন নাহার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান
কিশোরগঞ্জের কটিয়াদির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ