আজিজুল হক সুমনের ‘হারানো স্মৃতি’
আজিজুল হক সুমন
চারপাশে সুনসান নীরবতা হঠাৎ বাইরে দৃষ্টি দিলাম,
তোমায় খুঁজতে খুঁজতে কেবল অন্ধকারের দেখা পেলাম।
ভাবলুম অন্ধকারেও তো জোনাকি আলো জ্বালায়,
তুমিও হয়তো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দেখছো আমায়।
বাহিরে বাতাস বইছে শনশন শব্দে তোমার কথাই ভাবছি রয়ে রয়ে,
বাতাসের বেগ বাড়ছে আর বাড়ছে তুমিও কোথায় গেলে হারিয়ে।
জানি তুমি আজ ডুবে গেছো নতুনেতে নতুন সুখের মায়ায়,
মায়ার বাঁধন যায় না ছেড়া এখনও তোমায় অনুভব করি মোর মন মোহনায়।
মনে পড়ে তোমার সাথে কাটানো বেলা অবেলা কালবেলা,
তুমি আজ ভুলে গেছো করছো আমায় নিয়ে করুণরসের খেলা।
হয়ত আর ফিরবে না তুমি আমার হৃদয়ও কিনারায়,
বুঝবে কিনা তাও জানি না আমিও ভালোবাসাতাম তোমায়।
থাকো সুখে নব মন মন্দিরে সুখেরও আবেশে,
হয়ত একদিন খুঁজবে মোরে তখন হয়ত আমি রইব আকাশে।
ওপার থেকে দেখবো তোমায় এপারেতে তুমি,
তুমি আসবে ফিরে ওপারেতে অপেক্ষায় থাকবো আমি।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ