‘পাকুন্দিয়া প্রতিদিন’ আমার ভালবাসার পরশ যেখানে মিশে আছে। শুধু আমার কেন? পাকুন্দিয়া প্রতিদিন এখন পাকুন্দিয়ার সকল মানুষের হৃদয়ে আসন নিতে সক্ষম হয়েছে।”হৃদয় পাকুন্দিয়ার সুর” এই শ্লোগানকে বুকে ধারন করে পাকুন্দিয়ার অঞ্চল ভিত্তিক একমাত্র অনলাইন পোর্টাল হিসেবে পথচলার আজ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ।
‘পাকুন্দিয়া প্রতিদিন’ যেখান থেকে আমি আমার সাংবাদিকতার জীবনে প্রথমে পা রেখেছিলাম। আমার কলম সৈনিক হিসেবে পথচলার সুযোগ করে দিয়েছিলো এই পাকুন্দিয়া প্রতিদিন। আজ সেই পাকুন্দিয়া প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুরু থেকে নিয়ে দীর্ঘ ৫বছর ধরে এই পত্রিকার সাথে কাজ করে আসছি। এই পাঁচ বছরের পথচলায় পাকুন্দিয়া প্রতিদিনের সাথে মিশে আছে আমার আত্মার পরশ। এই পাঁচ বছরে আছে অনেক প্রেমময় স্মৃতির পরশ। যে প্রেমময় স্মৃতির পরশে আমি প্রতিটি মূহুর্তে শিহরিত।
আমি পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক, প্রকাশক এবং এই পত্রিকার বিভিন্ন ডেক্সের কর্মীদের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে গর্বিত বোধ করি। পাকুন্দিয়া প্রতিদিনের সকর সাংবাদিক, পাঠক,বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের জন্য রইলো আমার পক্ষ থেকে বকুল ফুলের শুভেচ্ছা
পাকুন্দিয়া প্রতিদিন এ প্রতিষ্ঠালগ্ন থেকে সাথে আছি, ভালবাসার পরশ পাচ্ছি এবং আমৃত্যু সাথে থাকবো ইনশাআল্লাহ।
নাজমুল হুদা
স্টাফ রিপোটার, পাকুন্দিয়া প্রতিদিন