Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কবি জুয়েল খান’র একটি কবিতা

প্রতিবেদক
Nazmul
মার্চ ১, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মহামান্য রাষ্টপতি,

          মোঃজুয়েল খান

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

তুমি নিবেদিত প্রাণ,

তুমি ইটনা মিঠামইন তথা কিশোরগঞ্জের গর্বিত সন্তান ।

থৈ থৈ জলের মাঝে গড়েছ হামিদ পল্লী,

হাওর অঞ্চলে অন্ধকারে দিয়েছো বিদ্যুৎ তাই করি হই হোল্লি।

তুমি মিটামইনের সন্তান কিশোরগঞ্জের আস্তা,

তাইতো তুমি হাওরের ভিতরে করেছো পাকা রাস্তা।

হাওরের জল মাটি বলে তোমার তুলনা নেই,

উরন্ত পাখিরা বলে যায় উন্নয়নের রূপকার তুমি সেই।

তুমি ধন্য আটারো কোটি মানুষের ভালোবাসায়,

তাই তো তুমিই মহামান্য রাষ্ট্রপতি এই বাংলায়।

তোমার সারল্য হাসিতে বাংলার মানচিত্র হাসে,

এদেশের মানুষ করে স্মরণ তোমায় ভালোবেসে।

তুমি অন্ধকার হাওরে দিয়েছো বিদ্যুতের খুঁটি,

গর্বিত করেছো ইটনা-মিঠামইনের মাটি।

তুমি আমাদের ভাটি অঞ্চলের সুযোগ্য সন্তান,

তাইতো দেশের উচ্চ সাড়িতে পেয়েছো সম্মান।

তুমি এ দেশের উজ্জ্বল নক্ষত্র হে মহামান্য,

হাওর অঞ্চলের উন্নতি শুধু তোমারই জন্য।

ইটনা মিঠামইনের মাটি তোমার জন্ম ভূমি,

মহামান্য রাষ্টপতি উন্নয়নের রূপকার তুমি।

মহান জাতীয় সংসদে রসিকতা করেছো বারবার,

তোমার মত যোগ্য মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন বাংলার।

তুমি এক মহান ব্যক্তি নেই কোন ভয়,

তোমার হাসিতে হাসে কত বিশ্ববিদ্যালয়।

হাওড় অঞ্চলে কেটেছে তোমার ছেলে বেলা,

নদীর জলে সাঁতার কেটে করেছো খেলা।

আজও সাক্ষী দেয় মিঠামইনের সেই স্মৃতি,

তুমি সেই ছেলেটি আজ মহামান্য রাষ্ট্রপতি।

মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ দেখি তোমার মুখ,

তোমার ভালোবাসায় শান্ত এদেশ শান্ত সবার বুক।

মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ তুমি হৃদয় করেছ জয়,

তুমি যোগ্য তুৃমি গর্বিত তোমার হবে না ক্ষয়।

 

 

মোঃ জুয়েল খান,    সৌদি প্রবাসি