Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

৯ নভেম্বর বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের যাত্রা শুরু হবে

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২১, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক : আগামী ৯ নভেম্বর (সোমবার) বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইটের যাত্রা শুরু হবে। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফ্লাইট।

সিঙ্গাপুর থেকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের দূরত্ব ৯ হাজার ৫৩৭ মাইল। আর সেখানে পৌঁছাতে এই ফ্লাইটের সময় লাগবে ১৮ ঘণ্টা ৫ মিনিট।

এয়ারবাস এ৩৫০-৯০০ সিঙ্গাপুর থেকে সপ্তাহে তিন দিন সকালে যাত্রা শুরু করবে। এটি পৌঁছাবে পরদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়। তবে ফিরতি ফ্লাইট পৌঁছাতে বাতাসের কারণে ৩৫ মিনিট বেশি সময় নেবে।

আন্তর্জাতিক ডেট লাইন বলছে, নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর আসা যাত্রীরা এই ফ্লাইটে ভ্রমণের জন্য একদিন হারাবে। কারণ, জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে যদি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, তাহলে বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।

২০১৮ সালে একটি বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে পৌঁছায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নিউইয়র্ক পৌঁছাতে সময় লাগে ১৭ ঘণ্টা ৫২ মিনিট।