Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

৫ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ৮, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস আজ মঙ্গলবার। দিবসটি উপলক্ষে ৫ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা।

২০০৫ সালের এই দিন সকালে নেত্রকোনার উদীচী কার্যালয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলী এবং মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাস, গৃহিণী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিকশাচালক রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল আবেদীন ও আত্মঘাতী কিশোর কাফি নিহত হন। এছাড়াও আহত হয়েছিলেন প্রায় ৬০ জনের মত।

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটি প্রতি বছরের মতো এবারও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ সকাল ৯টায় উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে ৯টায় অজহর রোডে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন’ এবং ১০টা ৪০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালিত হয়েছে।