পাকুন্দিয়ায় এক কারবারিকে আটক করেছে পুলিশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩৫ পিস ইয়াবাসহ মো. কাজল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন পাকুন্দিয়া থানা পুলিশ । গত বুধবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার তালদশি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. কাজল মিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদশি গ্রামের আঃ সাহিদের ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, বুধবার রাতে উপজেলার তালদর্শী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় কাজল মিয়াকে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক কাজলের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একাধিক মামলা আছে।