স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুর ও তাড়াইলে বজ্রপাতে এক নারী ও কৃষকের মৃত্যু হয়েছে।
হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে বজ্রপাতে নূরুন্নাহার (৪০) নামের পাঁচ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে বজ্রপাতে এ নিহতের ঘটনাটি ঘটে। নিহত নূরুন্নাহার চর হাজিপুর গ্রামের খান বাড়ির মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের পাঁচপাড়া বন্দে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন দুলাল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই নিহতের ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন দুলাল ধলা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
পাপ্র/সুআআ