
এম এ হান্নান : কিশোরগঞ্জ টু গাজীপুর আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জের সদর উপজেলার কালটিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রাকিবুল হাসান রিয়ান (২৫) নিহত হয়েছে।
নিহত রাকিবুল হাসান রিয়ান (২৫)পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। রিয়ান বিন্নাটি ইউনিয়নের কয়ারখালি গ্রামে তার নানা স্বাধীন মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল (শুক্রবার ২০ মে) রাত সারে ৯টায় কালটিয়া বাজার থেকে তার নানা বাড়িতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিয়ান মারাত্মক আহত হয়ে তার মাথা থেঁতলে যায়।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাপ্র/সুআআ
