Pakundia Pratidin
ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নে বঙ্গবন্ধুর আদেশ পেয়ে ৪০ কেজি ফুল দিয়ে মুরাল সাজালেন পাকুন্দিয়ার রিক্সাচালক!

প্রতিবেদক
Nazmul
মার্চ ২১, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর মুরাল সেজেছে নতুন সাজে। তবে উপজেলা প্রশাসন কিংবা আওয়ামীলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা নয়, সাজিয়ে তুলেছেন এক রিক্সা চালক। তা দেখতেই সকাল থেকেই ভীড় জমেছে বঙ্গবন্ধুর মুরাল চত্বরে।

রবিবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় ৪০ কেজি ফুল দিয়ে সু-সজ্জিতভাবে মুরাল সাজিয়ে একপাশে বসে আছেন পঞ্চাষোর্ধ রিক্সাচালক দ্বীন ইসলাম। তিনি চন্ডিপাশা ইউনিয়নের মোঃ আব্দুল হাই এর ছেলে এবং ইউনূস পাগলা ফোরকানিয়া মাদ্রাসা ও মিনা মসজিদের প্রতিষ্ঠাতা।

এ সময় দ্বীন ইসলাম জানান, ‘বঙ্গবন্ধু স্বপ্নে আমাকে বলেন তাঁর মুরালকে ৪০ কেজি ফুল দিয়ে সাজানোর জন্য, অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে আজ তা সম্পুর্ন করেছি।’ ‘২০১৭ সালে বঙ্গবন্ধুর জন্য টুঙ্গিপাড়া গিয়ে সাদা কবুতর উড়িয়ে মাজার সংলগ্নে মসজিদে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে এসেছি।’

স্বপ্নে বঙ্গবন্ধুর আদেশ পেয়ে ৪০ কেজি ফুল দিয়ে মুরাল সাজালেন পাকুন্দিয়ার চন্ডিপাশা গ্রামের রিক্সাচালক দ্বীন ইসলাম।

স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা দ্বীন ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।