
ভরা বর্ষায় নদীতে নেমে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ৩ যুবক প্রবল স্রোতে ভেসে গেছেন। এর মধ্যে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মালদার পুখুরিয়া থানার মাগুরায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বিবেক রোশন (২২) ও আসিফ হোসেন (২২)। এছাড়া আনোয়ার শেখ নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভরা বর্ষায় মহানন্দা নদীর স্লুইস গেটটি খুলে দিয়েছে সেচ দপ্তর। সেখানে নেমে গত কয়েকদিন ধরে দাপাদাপি করছে স্থানীয় কিছু যুবক।
শুক্রবার কুতুবগঞ্জের বাসিন্দা তিন যুবক জলকেলি করতে যান। প্রবল স্রোতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। এরপর একসঙ্গে ভেসে যান তিনজনই। এ সময় স্থানীয়দের চেষ্টায় দুজনের নিথর দেহ উদ্ধার হয়। আর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সামসি হাসপাতালে ভর্তি করা হয়।
