ভোর
ভোর বেলাটা পাখ-পাখালীর ভোর বেলাটা নদীর ভোর বেলাটা তোমার আমার মিষ্টি মধুর ছবির।
ভোর বেলাটা কৃষকদলের ভোর বেলাটা জেলের ভোর বেলাটা মূখ্য সময় গাছ কুড়ানো ছেলের।
ভোর বেলাটা মুয়াজ্জিনের ভোর বেলাটা পড়ার ভোর বেলাটা দিনের শুরু ভোর বেলাটা সবার।