Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
 1. আন্তর্জাতিক
 2. ইতিহাস
 3. ইসলাম ও জীবন
 4. কৃতি সন্তান
 5. জাতীয়
 6. জেলার সংবাদ
 7. তাজা খবর
 8. পাকুন্দিয়ার সংবাদ
 9. ফিচার
 10. রাজনীতি
 11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সুরা ইখলাসের সরল অনুবাদ

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১৯, ২০২০ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মুসলমানদের ধর্মীয় মহাগ্রন্থ আল কুরআন। সুরা ইখলাস আল কোরআনের ১১২তম সুরা। এ সুরাটি সুরা নাসের পরে হিজরতের আগে মক্কার প্রথম যুুগে অবতীর্ণ হয়। এই সুরার আয়াত সংখ্যা ৪, রুকু সংখ্যা ১।

ইখলাস শব্দের অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। এ সুরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইখলাস। যে ব্যক্তি এ সুরাটি পাঠ করবে ও এর মর্মার্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, সে নিশ্চিত শিরক থেকে মুক্তি লাভ করে নিরেট তাওহিদবাদী হয়ে যাবে এবং আল্লাহর মুখলিস বান্দায় পরিণতলা হবে।

সুরা ইখলাসের সরল অনুবাদ নিম্নরূপ:-

*বল, তিনিই আল্লাহ্ এক!
* আল্লাহ অমুখাপেক্ষী ।
*তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
*তার সমতুল্য আর কেউ নেই!