স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪:০০ ঘটিকার দিকে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের হাসিম উদ্দিনের গরু চুরির সময় এলাকাবাসীর সহযোগিতায় গরু সহ চোরকে হাতেনাতে ধরে ফেলে।
আটককৃত মেহেদী হাসান (১৮) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী হাতে-নাতে ধরে গণপিটুনী দিয়ে আজ শুক্রবার সকালে পাকুন্দিয়া পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক মেহেদী হাসান পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে।