পাপ্র ডেস্ক: মৃত্যুর মিছিলে শামিল হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) ভোর রাতে তিনি মারা যান বলে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ছেলে ডা. আরমান আহমেদ শিপলু।
উল্ল্যেখ্য,এর আগে, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন বদর উদ্দিন কামরান। গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন।