সিলেটের রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতার ও পিবিআই-য়ে হস্তান্তর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (বরখাস্তকৃত) এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করে জেলা পুলিশ।
উল্ল্যেখ্য, সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার মূল অভিযুক্ত এই এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আজ সোমবার সকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আজ সন্ধ্যা পৌনে ৬টায় তাকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সাড়ে ৬টার দিকে আকবরের গ্রেফতার নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।