শরৎ
শরতের ভোরে দেখি
শিশিরের নবরূপ,
চারদিকে ঝরঝরে
পরিবেশ অপরূপ।
.
বিলে আর ঝিলে দেখি
শাপলার হাসিমুখ,
পাখিদের কলগানে
হৃদয়ের নাশি-দুখ।
ফসলের মাঠজুড়ে
সবুজের রাঙামুখ,
চোখমেলে দেখতেই
ভরে যায় ভাঙাবুক।
সাদা সাদা মেঘ ভাসে
অবহেলে আকাশে,
ঢুলু ঢুলু ঘুম আসে
ঝিরিঝিরি বাতাসে।
মধুপুর,টাঙ্গাইল।