Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
 1. আন্তর্জাতিক
 2. ইতিহাস
 3. ইসলাম ও জীবন
 4. কৃতি সন্তান
 5. জাতীয়
 6. জেলার সংবাদ
 7. তাজা খবর
 8. পাকুন্দিয়ার সংবাদ
 9. ফিচার
 10. রাজনীতি
 11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সাংসদপুত্র ইরফান সেলিমের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‍্যাব

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৬, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক : সোমবার দুপুর সাড়ে ১২টায় অভিযান শুরু করে র‌্যাব। নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট স‌রোয়ার আলম নেতৃত্বে চকবাজা‌রের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে সাংসদপুত্র মোহাম্মদ ইরফান সে‌লিম‌কে গ্রেফতার করে। একই সঙ্গে বা‌ড়ি তল্লা‌শি চা‌লি‌য়ে টর্চার সেলে বিভিন্ন রকমের হ্যান্ডকাপসহ বিভিন্ন কিছু পাওয়া গেছে। আগ্নেয়াস্ত্র,মদ, বিয়ার ও ওয়া‌কিট‌কিসহ বিপুল প‌রিমাণ নিরাপত্তা সরঞ্জামও উদ্ধার ক‌রেছে র‌্যাব।

তার রু‌মের তোশকের নিচে ম্যাগ‌জিন ভ‌র্তি এক‌টি বি‌দেশী পিস্তল পাওয়া গে‌ছে। এছাড়া ৫ম তলায় পূর্ব পা‌শের কর্ন‌ারে ৫‌টি ওয়ারল্যাস এ‌বিএস সি‌স্টেম ও ৪০টি ওয়াকিট‌কি ‌সেট, এক‌টি  হ্যান্ডকাপ, এক‌টি বন্দুক, বি‌দেশী ম‌দের বোতল ও বিয়ার মদ পাওয়া গে‌ছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।