পাপ্র ডেস্ক : কাঁটা’ শিরোনামে সিনেমা তৈরির জন্য সরকারি অনুদান নিয়েছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা না দেওয়ায় টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। এ মামলায় আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্ল্যেখ্য, ‘কাঁটা’ শিরোনামে সিনেমা তৈরির জন্য সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি। এজন্য কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়।