Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

অভিনয়ে আলোচিত শিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সাইমন সাদিক এবার সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গত অর্থবছরে অনুদান পাওয়া এ ছবির নাম ‘দায়মুক্তি’।

এটি পরিচালনা করবেন কমল সরকার। ১০ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে। এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন এ চিত্রনায়ক। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছি; কিন্তু নির্মাতারা যদি শুটিং শুরু না করেন তাহলে তো আমার কিছু করার নেই, তাই অপেক্ষায় আছি। প্রথমবার সরকারি অনুদানের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে।

‘দায়মুক্তি’ ছবিতে সাইমন একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করবেন। এদিকে সাইমন অভিনীত ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’ ও ‘বাহাদুরী’ নামে তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।