Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সনমানিয়ায় ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
আগস্ট ১৮, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার সনমানিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সনমানিয়া খান বাড়ীর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন। এ সময় তাদের মেডিকেল চেকআপ, ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষাসহ চিকিৎসা সেবা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিষ্ট্রার ডা. আলী আকবর খান রাকিব, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিবুল হক, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাবিবা সুলতানা, সেইফ স্পেশালাইজড ডেন্টাল ঢাকার ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল নোমান, ডেন্টাল সার্জন ডা. রুবাইয়াত শারমিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, এনজিও কর্মকর্তা আরমান আলী খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসা সেবা নিতে আসেন ১২শত রোগী।

পাপ্র/সুআআ